|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জামালপুর জেলায় সরকারের সিদ্ধান্ত মত দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। এই জেলায় দোকানপাট রয়েছে প্রায় ১২ হাজার। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দুপুরে জামালপুর জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতি, জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. মিজানুর রহমান চৌধুরী জানান, জেলার ৪৩টি সমিতির ১২ হাজার দোকান রয়েছে। করোনার প্রভাব শেষ না হওয়া পর্যন্ত তারা শহর এবং উপজেলা পর্যায়ের কোন মার্কেট ও দোকান খোলা রাখবেন না ।
যদি কোনো দোকান মালিক সংগঠনের সিদ্ধান্ত না মেনে দোকান খোলা রাখেন তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এসময় তিনি নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।