জামালগঞ্জে হলো হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাচনা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।

|| সারাবেলা প্রতিনিধি, হাওরাঞ্চল (সুনামগঞ্জ) ||
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাচনা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।

সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক সুখেন্দু সেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আব্দুল মন্নান তালুকদার।

এছাড়া অন্যান্যের মধ্যে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রদীপ কুমার পাল, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মো. রাজু আহমদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, সাচনা বাজার বনিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ সভায় উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফেনারবাঁক ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান, শাহানা আল আজাদ, আবুল কালাম আজাদ, বেহেলী ইউনিয়ন হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক আমিনুল হক মনি, কৃষক নেতা মো. মতলিব মিয়া, মো. কবীর আলম।

সম্মেলনে শাহানা আল আজাদকে সভাপতি, শফিকুল ইসলাম কলমদরকে সহ সভাপতি, অঞ্জন পুরকায়স্থকে সাধারণ সম্পাদক, আলী আক্কাছ মুরাদকে সাংগঠনিক সম্পাদক, মো. তাজুল ইসলামকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন