|| সারাবেলা প্রতিনিধি, হাওরাঞ্চল, জামালগঞ্জ (সুনামগঞ্জ) ||
সুনামগঞ্জের জেলার জামালগঞ্জ উপজেলায় অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে উপজেলা অদ্বৈত জন্মধাম সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক অজিত পাল।
যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
প্রধান বক্তার বক্তব্য দেন সুনামগঞ্জ জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সহ সভাপতি মধুসূদন রায়, রতন গাঙ্গুলী, জয়ন্ত রায়, ঝন্টু ভূষণ সরকার, অনিমেষ পাল ভানু, সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, মহানাম সেবক সংঘের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সাচনা জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন দে, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ বনিক, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, অর্থ সম্পাদক নান্টু বনিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত পাল, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, জামালগঞ্জ সদর পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।
সম্মেলনে সভাপতি হিসেবে অজিত পাল, সাধারণ সম্পাদক সজীব বনিক, সাংগঠনিক সম্পাদক সুমন পাল চৌধুরী অলক ও কোষাধ্যক্ষ হিসেবে প্রসেনজিৎ পাল চৌধুরীর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্বাচিতদের উপর দায়িত্ব দেয়া হয়।