জান-জীবনের নিরাপত্তা চাইলেন গৌরীপুরের সরকার দলীয় এমপি নাজিম

মেয়র রফিক নির্বাচিত হওয়ার পর থেকেই গৌরীপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা থাকার পরও তাকে গ্রেফতার করা হচ্ছে না।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

সংবাদ সম্মেলন করে নিজের জান-জীবনের নিপাপত্তা চাইলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সরকার দলীয় এমপি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

রোববার ৭ই মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার সময় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তিনি বললেন, রোববার সকাল ১১টার সময় গৌরীপুরে ৭ই মার্চের সরকারী ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গৌরীপুরের পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তার গাড়িবহরে হামলা চালায়। মারধর করে তার সাথে থাকা দলীয় নেতাকর্মীদের।

খবর পেয়ে পুলিশ এসে এমপি নাজিম উদ্দিনকে উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যায়। এমপি নাজিম উদ্দিন আরও জানান, মেয়র রফিক নির্বাচিত হওয়ার পর থেকেই গৌরীপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা থাকার পরও তাকে গ্রেফতার করা হচ্ছে না।

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে এমপি বলেন, কোন স্বার্থের কারণে পুলিশকে অভিযোগ দেয়ার পরও মেয়র রফিক এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না তা জানতে চান আওয়ামী লীগের এই এমপি। সাংবাদিক সম্মেলনে তিনি এবং তার ছেলে তানজির আহমেদ রাজিবের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন, তথ্য ও গবষণা সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নৌকার প্রতীকের পরাজিত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন