|| সারাবেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের দিল্লীতে বাংলাদেশ হাই-কমিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রেস-মিনিস্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
শুক্রবার দুপুর ১টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুসহ ’৭৫ এ নিহত সকলের আত্মার শান্তি কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয় এসময়ে।
এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান (বাবু), ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মো. মামুন শেখ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন।