জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী

|| অনলাইন প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর) ||

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ বাজার ও বাজারসংলগ্ন সড়ক। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে রাজশাহী, রংপুর, যশোর, ও খুলনাসহ কয়েকটি জেলা শহরে যাতায়াতের বাহন। সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে হাঁটুর উপরে পানি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মালবাহী ট্রাক আটকে যাওয়াসহ চরম দুর্ভোগ পড়তে হয় মানুষকে।

এ বিষয়ে সানন্দবাড়ী হাটবাজার ইজারাদার রেজাউল করিম লাভলু বলেন- রাস্তা উঁচু করবার সময়ে এর নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য দুটো পাইপ বসানোর পরামর্শ দিয়েছিলাম। আমি নিজেও একটা পাইমের খরচ দিতেও চেয়েছিলাম। কিন্তু প্রকৌশলী ও ঠিকাদাররা রাজী না হওয়ায় জলাদদ্ধতার দুর্ভোগটা স্থায়ী হয়ে গেছে।

তবে সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানান রেজাউল করিম লাভলু।

জলাবদ্ধতা ও দুর্ভোগ সর্ম্পকে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন বলেন- আমি জলাবদ্ধতার জায়গাটা দেখেছি। আমারও খারাপ লেগেছে। কিন্তু উন্নয়নের কোন ফান্ড নাই। তারপরও ফান্ড সংগ্রহ করে জরুরী ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন