জমি নিয়ে বিরোধ, ছেলেদের মারধরে আহত মা ও ভাই

জয়পুরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে গুরুতর আহত করেছে সৎ ভাইয়েরা।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে গুরুতর আহত করেছে সৎ ভাইয়েরা।

রোববার ১৪ই মার্চ রাতে ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে।

আহত পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিস্পতির জন্য আবদুল আলিম তার সৎ ভাইদের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করে। এ বছরে ১৯ জানুয়ারি আদালত মামলার ওই জমিতে নিষেধাজ্ঞার নির্দেশ দেয়।আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সৎ ভাই মইনুল সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা রবিবার রাত ৮ টার দিকে  হাসুয়া, দা, বটি, রড, দিয়ে তাদের ছোট মায়ের ছেলে আবদুল আলিমের ওপর হামলা চালায়।

এ সময় তার মা হামিদা বেওয়া তার ছেলেকে বাধা দিতে আসলে তাকে  আঘাত করে মাথায় জখম করে এবং আলিমকেও  গুরুতর আহত করে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।

এ ব্যাপারে ক্ষেতলাল মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামিম বলেন, জমি সংক্রান্ত পারিবারিক জের ধরে মারধর শুরু হয়। মারধরের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ জানান, এখনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সারাদিন