|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার ছাত্রী হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত রবিউলকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে আটক করেছে র্যাব। দীর্ঘ ১০ ঘন্টা অভিযান চালায় সুনামগঞ্জ র্যাব সিপিসি ৩ এর সদস্যরা।
র্যাব জানায়, সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার পরপরই সানজিদার চাচা রবিউল হবিগঞ্জের শ্বশুর বাড়িতে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করে র্যাব। টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে সানজিদাকে হত্যা করে তার আপন চাচা।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় র্যাব-৯ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন, সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার সিঞ্চন আহমেদ।
গত ৯ জুন রাতে জগন্নাথপুর উপজেলার গোয়ালগাও গ্রামের হাজীবাড়ির ছয়ফুল ইসালামের মেয়ে ও স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদাকে তার শয়ন কক্ষে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আপন চাচা রবিউল ইসলাম। এঘটনায় সানজিদার বড়ভাই হাম্মাদ বাদী হয়ে রবিউলকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।