|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
জুয়া খেলার সরঞ্জাম বাইরে ফেলে দেওয়ায় বাবাকে লাঠির আঘাতে মেরে ফেললো ছেলে। এসময়ে মা ঠেকাতে গেলে মাকেও মারধর করে ছেলেটি। এ ঘটনা ঘটেছে ঝালকাঠির রাজাপুরে। মারাত্মক আহত মাকে ভর্তি করা হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
জুয়াড়ি ছেলের নাম মাহফুজ। সে কাউখালী উপজেলার কাঠালিয়া টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার উত্তর তারাবুনিয়ায় ভ্রাম্যমাণ আদালত ৪ জুয়াড়িকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়। এ ঘটনা জানার পর মাহফুজের বাবা ইসমাইল হোসেন রোববার রাতে মাহফুজের ঘরে রাখা একটি জুয়ার কোড ও খেলার সরঞ্জাম বাইরে ফেলে দেন।
এতে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় মা রোকয়া বেগম দৌড়ে এসে ছেলেকে বাধা দিলে মায়ের মাথায়ও আঘাত করে।
প্রতিবেশীরা ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রোববার গভীর রাতে হাসপাতালেই মারা যান বাবা ইসমাইল হোসেন।