ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটের সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর ছেলে উজ্জলকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছুফিয়া বেগম ওই গ্রামের তসলিম মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ইফতারের আগে বাড়ির উঠানে চুলা থেকে ছাই উঠানো নিয়ে শাশুড়ি ছুফিয়া বেগম ও ছেলে উজ্জলের স্ত্রী মেনেকা বেগমের ঝগড়া হয়। পরে রাতে ছেলে বাড়িতে এসে রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ছুফিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ছুফিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর ছেলেকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট থানার ইন্সপেক্ট (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় সোমবার ভোরে কালাই উপজেলার মাত্রাই শালগুন গ্রাম থেকে উজ্জলকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুপুরের পরে নিহত ছুফিয়ার ভাই মজিবর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

সংবাদ সারাদিন