|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত বাবা মজিবর খন্দকার । বুধবার ২৩শে ডিসেম্বর সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মজিবর খন্দকার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চর বয়রাগাদী গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গেল ১৬ই ডিসেম্বর বক্তাবলী চরবয়রাগাদী এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল সবুজ খন্দকার । এসময় নিহতের ছেলের সাথে স্থানীয় কয়েকজনের সাথে মারামরির ঘটনা ঘটে। তখন খবর পেয়ে বাবা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা বাবা ছেলেকে এলোপাতাড়ি কোপায়। ওই সময় এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত মজিবর খন্দকারকে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার ধানমন্ডি জেনারেল ও কিডনী হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ১৮ই ডিসেম্বর নিহতের পুত্র সবুজ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ১১ জনের নাম উল্ল্যেখ করে মামলা দায়ের করেন।পুলিশ এই মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।
ফতুল্লা থানার ওসি (অপারপশন) সঞ্জয় কুমার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহত মজিবর খন্দকারের ছেলে বাদী হয়ে ১৮ই ডিসেম্বর একটি মামলা দায়ের করে। সেই মামলাটিই এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে বলে জানান তিনি।