|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের ছাতকে অগ্নিদগ্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার ৪ঠা মার্চ সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
ধারনা করা হচ্ছে পঞ্চাশোর্ধ্ব এই বৃদ্ধকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে বিকৃত করেছে।
ভোর সাড়ে ৫টার দিকে ছাতক পৌরশহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার একটি পুকুরপাড়ে লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লোকটিকে কেউ হত্যা করার পর লাশ গোপন করার জন্য নির্জন স্থানে ফেলে গেছে। তবে মৃত লোকটির পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।