চুরি হওয়া মোটরসাইকেল মালিকদের পাইয়ে দিল পুলিশ

পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা চলতি বছর জেলার বিভিন্ন স্থান থেকে ১টি ইজিবাইকসহ মোট ১৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৫টি মোটরসাইকেল ও ১টি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার খুঁজে পাওয়া এসব মোটরসাইকল ও ইজিবাইক মালিকদের ফিরিয়ে দেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা চলতি বছর জেলার বিভিন্ন স্থান থেকে ১টি ইজিবাইকসহ মোট ১৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে। চুরি যাওয়া অভিযোগের ভিত্তিতে এমন যানবাহন উদ্ধারে তাদের অভিযান চলবে বলেও জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার প্রমুখ।

প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার ১টি ইজিবাইকসহ ৫টি মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে। এসব যানের মালিকরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মমিন মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলার প্রভঞ্জন কুমার রায়, গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারীর আব্দুস সালাম খন্দকার, রংপুরের মিঠাপুকুর উপজেলার আফজাল হোসেন, মাহবুব হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার রিপন মোল্লা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন