|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
চতুর্থ ধাপের পৌর নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী সাইফুল আলম রুবেল ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত ধানের প্রার্থী নাজিম উদ্দীন শামসু পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভোট।
রোববার ১৪ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ টি কেন্দ্রে (ইভিএম) এর মাধ্যমে চলে ভোট গ্রহন। নির্বাচনে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে ভোট গ্রহনের শেষ পর্যায়ে হাজী ইয়াসির আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা এবং ধান সমর্থনকারী দের মধ্যে সংঘর্ষ হয় কিছু সময়ের মধ্যেই যৌথ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থাগিত করতে চাইলে পরবর্তীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপের পূনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে নৌকার বিজয়ী প্রার্থী সাইফুল আলম রুবেল এর সাথে কথা বললে তিনি জানান জনগন আমাকে ভালোবেসে, শেখ হাসিনার নৌকা প্রতীককে ভালোবেসে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, আমি আমার নিজের সবকিছু দিয়ে পৌরবাসীর সেবা করবো এবং চুনারুঘাট পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো।