চিলমারীতে গৃহবধু হত্যা মামলায় শশুর-শাশুরি গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে এক সন্তানের জননী গৃহবধুর আত্মহত্যা না হত্যা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এ ঘটনায় থানায় দায়েরকৃত হত্যা মামলায় শশুর-শাশুরিকে গ্রেফতার করেছে পুলিশ ।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

কুড়িগ্রামের চিলমারীতে এক সন্তানের জননী গৃহবধুর আত্মহত্যা না হত্যা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এ ঘটনায় থানায় দায়েরকৃত হত্যা মামলায় শশুর-শাশুরিকে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয়রা জানায়, উপজেলার কুষ্টারী এলাকার মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩০) এর সঙ্গে একই উপজেলা শরীফের হাটএলাকার আখতারুজ্জামানের কন্যা নুরুন হুজ্জাতুন (২০) এর সঙ্গে বিবাহ হয়।

শনিবার বিকেলে গৃহবধুর বাবার বাড়ি বেড়াতে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আরিফুল তার কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায়। এদিকে আরিফুলের মা আম্বিয়া খাতুন (৫০) ৭ মাসের নাতনীকে নিয়ে বাড়ির বাইরে গেলে কিছুক্ষন পর শিশুটি মায়ের দুধ খাওয়ার জন্য কাঁদতে থাকলে ছেলের বউয়ের শোবার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকতে থাকে।

কোন সাড়া শব্দ না পেয়ে চিৎকার করতে থাকলে আশ পাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ওড়না পেছিয়ে সেলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। উপস্থিত লোকজন তাকে বাঁচানোর জন্য ওড়না কেটে নীচে নামিয়ে মৃত্যু হয়েছে দেখতে পায়। পরে চিলমারী মডেল থানা পুলিশ গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে প্রেরণকরে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, মৃতের বাবা আখতারুজ্জামান তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দাবী করে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় শশুর মতিয়ার রহমান (৬০) ও শাশুরি আম্বিয়া খাতুন (৫০) কে গ্রেফতার করে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সারাদিন