|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
বাগেরহাটের চিতলমারীর সদর ইউনিয়নের পুরাতন কালশিরা গ্রামে শুক্রবার সকালে সীমানার গাছ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেরমধ্যে গুরুতর আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন কালশিরা গ্রামের বিবেক কিত্তুর্নীয়া ও কৃষ্ণ মন্ডলের সাথে সীমানার একটি শিরিশ গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে ১৫ই জানুয়ারি এই গাছ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিবেক কিত্তুর্নীয়া (৬৫), তার ছেলে বিপ্লব কিত্তুর্নীয়া (২১), অপূর্ব কিত্তুর্নীয়া (১৪), প্রতিবেশী পলাশ ঢালী (২১) ও কৃষ্ণ মন্ডলের ছেলে আকাশ মন্ডল (১৮) আহত হন।
বিবেক কিত্তুর্নীয়ার ছেলে আহত বিপ্লব বলেন, ওই গাছ আমার বাবার লাগানো। ওটা আগে আমাদের সীমানায় ছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। ভোরে কৃষ্ণ মন্ডল ও রমেন মন্ডলসহ ১৫-২০ জন লোক ওই গাছের কাটা ডালপালা আমাদের বাড়িতে নিতে আসে। তাদের বাধা দিতে গেলে পিটিয়ে-কুপিয়ে আমাদের রক্তাক্ত জখম করে।
কৃষ্ণ মন্ডল মুঠোফোনে বলেন, ওই গাছ আমার বাবার লাগানো। বর্তমানে ওটি আমাদের সীমানায়। সালিশদারদের রায়ে আমি পেয়েছি। ওই গাছের ডাল আনতে গেলে ওরা আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি মীর শরীফুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।