ইরফানুর রহমান
সুমন চাকমা। টগবগে এক সম্ভাবনার তরুণ। পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে। আগে থেকেই অসুখটা ছিল ফুসফুসে। তার আবার পরিণত হয় ক্যান্সানে চিকিৎসা চলছিল ভারতে। এই করোনা দুর্যোগে সীমান্ত বন্ধ থাকায় তাও হয়ে যায় বন্ধ।
সম্প্রতি অবস্থা খারাপ হলে চিকিৎসা নিতে যান হাসপাতালে। করোনা সন্দেহে কোনো হাসপাতালিই তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়নি।
শেষ পর্যন্ত তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন সুমন। একে কী মৃত্যু বলবেন, নাকি হত্যা। হ্যাঁ এটা হত্যা, আর এটি সম্ভব করেছে রাষ্ট্র তার অবহেলা ও দায়িত্বহীনতা দিয়ে।
সুমনের মৃত্যুই কি প্রমাণ করে না যে, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলে মূলত কিছু নেই। যা আছে সেটা হচ্ছে স্বাস্থ্য অব্যবস্থা। যা কেড়ে নিলো সম্ভাবনার এক তরুণ।#