চার বছরে পা রাখলো সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটি

সভা থেকে একাত্তরে গণহত্যার শিকার নিহতদের শহীদের মর্যাদা দেয়া, শহীদ ভূমিহীন পরিবারগুলোর পূনর্বাসন, গণহত্যার জায়গাগুলোতে স্মৃতিফলক নির্মাণ এবং যুদ্ধফলক নির্মাণের দাবি জানানো হয়।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

একাত্তরের মুক্তিযোদ্ধা ও তাদের স্মৃতি খুঁজে বের করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটি। নানা আয়োজনে পালিত হলো এই সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী। সভায় অনুসন্ধান কমিটির তিন বছরের কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠক নব কুমার কর্মকার।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা সাহার উদ্দিন, সাজেদুল ইসলাম পান্না, শহিদুল আলম, ও আশরাফ আলী খাঁন প্রমুখ।

সভা থেকে একাত্তরে গণহত্যার শিকার নিহতদের শহীদের মর্যাদা দেয়া, শহীদ ভূমিহীন পরিবারগুলোর পূনর্বাসন, গণহত্যার জায়গাগুলোতে স্মৃতিফলক নির্মাণ এবং যুদ্ধফলক নির্মাণের দাবি জানানো হয়।  

সংবাদ সারাদিন