|| বার্তা সারাবেলা ||
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন এবং ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিদিরপুর মহল্লায় ট্রেনের ধাক্কায় মারা যান গোদাগাড়ি উপজেলার উজানপাড়ার মনসুর আলীর ছেলে মনজুর রহমান। তার বয়স ৫৫। পরে রেল পুলিশ সকাল ৯টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ রেললাইনের পাশ থেকে মনজুর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা গেছেন তিনি।
তিনি আরো বলেন, মনজুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় আব্দুর রহমান রবিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের ভালুকা প্রতিনিধি। তার বয়স ৩৫। এই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের কারোরই পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টার উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার আশারকোটা পাটোয়ারিতে। সেই গ্রামের রুহুল আমিন খোকার ছেলে আব্দুর রহমান।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিডষ্টোর বাজার এলাকায় আসলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ওই ট্রাকে থাকা সাতজন গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশের এসআই মো. মোয়াজ্জেম হোসেন।