|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের পারবর্তীপুর দিঘারমোড় এলাকায় মোটরসাইকেল ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে তেলকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক নিহত হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে নিহত ব্যক্তির ১২ বছরের ছেলে তামিম।
বুধবার সকাল সাড়ে ৮ দিকে পারবর্তীপুর ইউনিয়নের দিঘারমোড় এলাকায় এঘটনা ঘটে।নিহত সহকারী শিক্ষক শিবগঞ্জ উপজেলার তেলকুপি মোল্লাটোলার গ্রামের শাহরুদ্দীন বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৫৫)।
পারবর্তীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ জানান, রহনপুরের দিকে থেকে তরিকুল ইসলাম মোটরসাইকেল যোগে শ্বশুড়বাড়ির যাওয়া উদ্দেশ্যে আসছিলেন এবং তার বিপরতী দিক থেকে আসা ভটভটি সরাসরি ধাক্কা দেয় তাকে। আর মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাস্থলে সে মারা যায়। মোটরসাইকেলে থাকা নিহত তরিকুল ইসলামের ছেলে তামিম গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহত তরিকুল ও গুরুত্ব আহত তামিমকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তরিকুল ইসলাম ১২নং তেলকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এদিকে গোমস্তাপুর থানার ওসি দীলিপ কুমার দাস ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় পরিবার দাবি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোন ধরনের দাবি না করলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।