|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জে রোহান খুনে প্রধান অভিযুক্ত কিশোর নয়নকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলার আধুনিক সদর হাসপাতালের সেপটিক ট্যাংকে রোহানকে ফেলে দিয়ে খুন করে কিশোর নয়ন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টাকার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকার নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কিশোর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকার মৃত বাবুর ছেলে নয়ন (১১)।
রোববার সকাল সাড়ে ১০ টাকার দিকে রোহানের জানাযা শেষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, রোহানের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের সিসি ফুটেজ দেখে চিহ্নিত করে অভিযুক্ত ওই কিশোরকে ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে রাত সাড়ে ১২ টাকার দিকে তার নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানান যায়, নয়ন ওই শিশু রোহারকে ভিক্ষা করার জন্য অপহরণ করে। পরে শিশুটিকে হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের একটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়। কিন্তু কি কারণে হত্যা করা হয় সেটা এখন জানা যায়নি। তবে প্রধান অভিযুক্ত কিশোর ছোট হওয়ায় গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেননি পুলিশ। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য রোহানের নিঁখোজের তিনদিন পরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।