|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গনা রহিমা বেগমের সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বীরাঙ্গনার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীরাঙ্গনা রহিমা বেগমের সন্তান ও পরিবারবর্গের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বীরাঙ্গনার নাতি আব্দুল মালেক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় নজরুল ইসলাম, লতিফুর রহমান লুকু, মকবুল হোসেনসহ স্থানীয় ২৯ জন ব্যক্তি প্রায় ২৭ বিঘা জমি জোর করে দখল করে আছেন। কোথাও গিয়ে প্রতিকার পাওয়া যায়নি। জমির দখলতো ছাড়ছেনই না উল্টো তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।
জমিগুলো উদ্ধার করে দিতে প্রশাসনের সহায়তা চাইলেন বীরাঙ্গনার পরিবার। একইসঙ্গে দখলবাজদের দ্রুত বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে দখলবাজ ৬ জনের নামে ২০১০ সালে মামলা করলে উচ্চ আদালত থেকে জামিনে আছেন ৩ জন। আর তিন জন মারা গেছেন।
সংবাদ সম্মেলনে বীরাঙ্গনার ছেলে সফিকুল ইসলাম, মেয়ে সাবানা, ছেলের বউ সাবিনা বেগম, বড় ছেলে বউ তহমিনা খাতুনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।