|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের চামা বাজার এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জের চামা বাজার কলেজ মোড় এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামের হারান আলীর ছেলে শ্যামল মিয়া (৩৮)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শ্যামলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শ্যামল পিস্তল কেনাবেচার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।