|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জে বৈধ সম্পত্তি, বাড়ি ও স্থাপনা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের হায়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রতিকার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া-গোহালবাড়ি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হাম্মাদ আল রাজীন, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, শেখা বেগম, সেলিনা বেগমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহানন্দা নদীর পাশ দিয়ে গড়ে ওঠা ক্রয়সূত্রে গ্রামের প্রায় ৫০-৬০টি পরিবারের বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে ভূমি অফিসে নিয়মিত খারিজ খাজনা দিয়ে আসছেন তারা। কিন্তু গেল কয়েক বছর থেকে এসব জমি অধি নেয়ার নাম করে এসব বাসিন্দাদের হয়রানি করে আসছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
তবে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহদী হাসান জানান, যাদের নোটিশ দেয়া হয়েছে তাদের জমির আসল কাগজপত্র থাকলে যাচাই-বাচাই করে ব্যবস্থা নেয়া হবে।