|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জে সার্বত্মক লকডাউনের দ্বিতীয় দফার ৫ম দিনেও সাধারণ মানুষ, রিক্সা, অটোরিক্সাসহ সবধরনের যানবহন চোখেপড়ার মতো। শনিবার সকাল থেকেই শহর ও শহরের বাইরের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও কেউ তা মানছে না।
শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সামাজিক দুরুত্ব না মেনেই মাস্ক ছাড়া স্বাভাবিভভাবে চলাফেরা করছে। তবে দুরপাল্লার বাশ এই জেলা থেকে ছেড়ে যায়নি এবং জেলায় প্রবেশও করেনি। তবে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৫৫.১৫ শতাংশ। আরটিপিসির ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ১০৫ জন করোনা শনাক্ত হয়েছে। এবং র্যাপিট এ্যান্ডিজেনে ১৮ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ২৩৪৭ জন। আর করোনায় মারা গেছেন ৫৪ জন।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, কঠোর লকডাউনে বিধি নিষেধ না মানায় ১২টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করছেন।
সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে জেলায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষনা করেন জেলা প্রশাসন।