চাঁদাবাজির মামলায় খালাস পেলেন নূর হোসেনসহ ৬ জন

আলোচিত সাত খুন মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ ছয় জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

আলোচিত সাত খুন মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ ছয় জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। এ সয়ম নূর হোসেনসহ মামলার অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ সংবাদ সারাবেলাকে জানান, ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জের চিটাংরোড এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় এই চাঁদাবাজির মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, ইকবালের কাছে নূর হোসেন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার সহযোগীরা ইকবালের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচার করে। এ ঘটনায় নূর হোসেন, আলী মোহাম্মদ, মোর্তুজা জামান, শাহজাহান এবং সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল ও তার সহযোগী বুলবুল ওরফে টুন্ডা বুলবুলকে আসামি করে মামলা করা হয়।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি বলেন, ২০১৪ সালে এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত এই মামলায় ছয় জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ রায় ঘোষণা করে। তাদের বিরুদ্ধে আরও ছয়টি মামলার বিচার চলছে। এর মধ্যে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র আইনের মামলার রায়ের দিন আসামি ৬ জানুয়ারি ধার্য করেছে আদালত।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, সকালে পুলিশ পাহারায় একটি প্রিজনভ্যানে করে নূর হোসেনসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে দুপুরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে শাহজালাল বাদল জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার সময় তিনিও আদালতে উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন