|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি হাসান নামে একজনের বিরুদ্ধে বিনা অনুমতিতে নিজ এলাকার বাহিরে যাওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
রোববার ১১ই জুলাই দুপুর ৩টার পরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পুলিশ পরিচয়ে মাঝিনা এলাকায় এক ব্যক্তির হাতে ফেনসিডিল দিয়ে ছবি তুলে টাকা দাবি করে এসআই রাফি হাসান। বিষয়টি সন্দেহ হওয়ায় থানা পুলিশকে জানালে তাকে ধরে নিয়ে আসা হয়। অনুমতি ছাড়া অন্য এলাকায় যাওয়ায় এসআই রাফি হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে কালাই থানায় একটি জিডি করা হয়েছে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, এসআই রাফি হাসানকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া নিজ থানা এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার অনিয়মের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে এখনো তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগ পর্যন্ত রাফি হাসান জেলা পুলিশ লাইনে থাকবেন।