চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির বনভোদর উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় বিলুপ্ত প্রজাতির একটি বনভোদর উদ্ধার করা হয়েছে। বনভোদরটির গায়ের রং ছিলো বাদামী কালো, যার ওজন ছিলো প্রায় ৩ কেজি।

||সারাবেলা প্রতিনিধি, ভোলা ।।

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় বিলুপ্ত প্রজাতির একটি বনভোদর উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে চরফ্যাশনের বন্য প্রাণির অভয়ারণ্য বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরি বনে ভোদরটি অবমুক্ত করেছে বনবিভাগ। বনভোদরটির গায়ের রং ছিলো বাদামী কালো, যার ওজন ছিলো প্রায় ৩ কেজি।

স্থানীয়রা জানায়, চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির পুকুরে শুক্রবার ভোররাতে মাছ শিকার করতে গিয়ে পুকুর পাড়ের জালে জড়িয়ে আটকা পড়ে বনভোদরটি। পরে পুকুর মালিক সকালে ভোদরটিকে একটি খাঁচায় বন্দী করে রাখে।

বনভোদর ধরা পড়ায় এলাকার মানুষ প্রাণিটিকে একনজর দেখতে বাড়িতে ভিড় জমায়।  বিলুপ্ত এই প্রাণি আটকের পর লোক মারফতে খবর পেয়ে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন শুক্রবার রাতে ভোদরটি তার কাছ থেকে উদ্ধার করে বন বিভাগে রাখে।

চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বিলুপ্ত প্রজাতির বনভোদরটি বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরির বনে অবমুক্ত করা হয়েছে। এ প্রজাতির ভোদর এখন আর সচরাচর দেখা যায়না। এরা সচরাচর সাগর-নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে ট্রলার ও ফিসিং বোটসহ মানুষের সমাগমের কারণে ভোদর এখন লোকালয়ে চলে এসেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন