চট্রগ্রাম ইপিজেড বন্ধ, জানেনা অনেক শ্রমিক

অনলাইন প্রতিবেদক, চট্টগ্রাম
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময় ইপিজেডের সকল কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।
কিন্তু এই ছুটির ঘোষণা জানতে পারেনি অনেক শ্রমিক যার কারনে  ৬ এপ্রিল সোমবার সকালে  চট্রগ্রাম ইপিজেডে শ্রমিকরা কাজে আসতে শুরু করে।
কারখানায় আসার  পর জানতে পারে কারখানার ছুটি ঘোষণা দেয়া হয়েছে। পরে  দলে দলে শ্রমিকরা নিজ বাসায় ফিরে যায়। এই সময় অনেক শ্রমিক তাদের বেতনের ব্যবস্থা কি হবে এবং কিভাবে তারা বেতন পাবেন জানতে অনেক কারখানার সামনে ভিড় জমান।
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের আটটি ইপিজেড (রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। রবিবার (৫ এপ্রিল) গণমাধ্যমে দেয়া এক বার্তায় এমন তথ্য জানান বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন