|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে ধরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। যারা গেলো ৩০শে আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে ডাকাতির সঙ্গে জড়িত। এরআগে ডাকাতি করায় বেশ কয়েকবার কারাভোগও করেছেন। পিবিআইয়ের ডাটাবেইজের সহায়তায় এদের আটক করা গেছে বলে জানিয়েছেন পুলিশের বিশেষায়িত এই ইউনিটের চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান।
আটক চার ডাকাতরা হলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার মৃত আব্দুস সালামের ছেলে নুরুল ইসলাম, চট্টগ্রামের ভুজপুর উপজেলার বাগান বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম, নোয়াখালীর সুধারাম উপজেলার মৃত মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোশারফ এবং একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল।
শনিবার ২৮শে নভেম্বর দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি নাজমুল হাসান বলেন, ৩০শে আগস্ট ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একদল ডাকাত ফটিকছড়ির দৌলতপুর গ্রামের মোহাম্মদ মহসিনের বাড়িতে ডাকাতি করে। ডাকাতদল নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং ৮টি মোবাইল লুট করে। এই ঘটনায় থানায় মামলা হলে আমরা মামলার তদন্তভার নেই।
তিনি আরো জানান, মামলার তদন্তভার নেওয়ার পর আমরা আমাদের ডাটাবেইজ অনুযায়ী খুব দ্রুত ডাকাত দলকে শনাক্ত করি। তাদেরকে গ্রেফতারের উদ্দেশ্যে ফেনী, নোয়াখালী এবং খাগড়াছড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু তারা পেশাদার হওয়ায় গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছিল অন্যত্র। অবশেষে ২৭শে নভেম্বর ৪ জনকে আমরা গ্রেফতার করি।
এসপি নাজমুল আরো জানান, আটক নুরুল ইসলামের প্রধান দায়িত্ব থাকে যে বাড়ি ডাকাতি করা হবে সেই বাড়ির সম্পদ সামর্থ্য পরিমাপ করা এবং সমস্যা-সম্ভাবনা জরিপ করা। জরিপ শেষে পলাতক আরেক দুর্ধর্ষ ডাকাতের সহযোগিতায় পরিকল্পনা করত তারা। পলাতকদের একজনের দায়িত্ব ছিল ডাকাতির জনবল সংগ্রহ করা।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় লুট করা মালামাল নিজেদের মধ্যে তারা নিলামের তুলত। নিলামে যার দাম সর্বোচ্চ থাকতো তাকে সব মালামাল দেওয়া হতো। সেই ডাকাত সদস্য মালামাল বাজারে বিক্রি করে ওই নিলামের চেয়ে অতিরিক্ত দাম নিজে নিতো এবং বিক্রি করা টাকা সবার মাঝে ভাগ করে দিতো।
ফটিকছড়ির ডাকাতির ঘটনায় লুট করা মালামাল তারা চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী রানা কান্তি দের দোকানে বিক্রি করেছিল। ওই দোকান থেকে স্বর্ণের একটি চেইন ও কানের দুল উদ্ধার করেছে পিবিআই।
আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার নাজমুল হাসান।