|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
এক লাখ ৪৮ হাজার ইয়াবাসহ সোহেল উদ্দিনকে আটক করেছে চাঁদগাও থানা পুলিশ। পুলিশ বলছে, সোহেল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। সোহেলের সহযোগী জাহিদ, জিসান ও আবুল কালামকে ধরবার চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করে রোববার (২২শে নভেম্বর) দুপুরে চাঁদগাও থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন সংবাদ সারাবেলাকে বলেন, রোববার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চাদগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথার পুরাতন কালুরঘাট বিআরটিসি থেকে এক লাখ ৪৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করি। ইয়াবাগুলো নদীপথে ওই এলাকায় এসেছিল। তার অপর তিন সহযোগীকে ধরবার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে আটকে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য চার কোটি ৪৪ লাখ টাকা। সোহেল এবং তার সহযোগীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোহেল সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের ইছামতি এলাকার আব্দুল জলিলের ছেলে। সোহেল উদ্দিন বান্দরবানের রামুতে ব্যবসা করেন এবং ব্যবসার আড়ালে দীর্ঘদিন মাদক কারবারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।