|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
চটপটি বিক্রির আড়ালে নড়াইলে চলছে ইয়াবার বাণিজ্য। নড়াইল জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মঙ্গলবার ২রা মার্চ সন্ধ্যায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চটপটি বিক্রেতা মোহাম্মদ হিরোকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, আটক হিরো চটপটি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। হিরো নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে।
নতুন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পি্পিএম (বার) এ প্রসঙ্গে বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। মাদক বেচাকেনার বিষয়ে সঠিক তথ্য দিতে সবাইকে সহযোগিতার আহবান জানান তিনি।