ঘন কুয়াশায় ধাক্বায় জড়ালো সাত গাড়ি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় ঘন কুয়াশায় দুর্ঘটনায় পড়েছে একে একে সাতটি গাড়ি। এসব যানের মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস।

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় ঘন কুয়াশায় দুর্ঘটনায় পড়েছে একে একে সাতটি গাড়ি। এসব যানের মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার ২৫শে জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ছবি: সংবাদ সারাবেলা

হাইওয়ে পুলিশের ইনচার্জ মো.আফজাল হোসেন জানান, সকালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনিতে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা পাঁচটি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। দুর্ঘটনায় শেষের প্রাইভেটকারটির সবচেয়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়।

ছবি: সংবাদ সারাবেলা

এদিকে, দুর্ঘটনায় পর প্রায় এক ঘন্টা এক্সপ্রেসওয়ের একটি পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি।

সংবাদ সারাদিন