গ্রেফতার ভয়ে পুরুষ শূন্য গাইবান্ধার পুর্বকোমরনই গ্রাম

সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে গাইবান্ধা শহরের পুর্বকোমরনই।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে গাইবান্ধা শহরের পুর্বকোমরনই। কোন বাড়িতে কোন পুরুষ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন নারী শিশুরা।

বাড়িতে থাকলে কোন পুরুষকে হয়রানি বা আটক করা হবে না বলে এলাকায় পুলিশের মাইকিং থাকলেও ভরসা পাচ্ছেন না কেউ। গত ১৯শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বাড়িছাড়া পুরুষদের বাড়ি ফিরতে বলা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ই জানুয়ারি গাইবান্ধা পৌরসভা নির্বাচনের ভোটসময়ে একটি কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে ফেরত আসার মুহূর্তে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে স্থানীয় কিছু মানুষ। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা করে র‌্যাব ও পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, ঘটনার পর থেকে এলাকার লোকজন পালিয়ে রয়েছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। তিনি আরও বলেন, তদন্ত করে প্রকৃত অপরাধীদেরই গ্রেফতার করা হবে। কাউকে হয়রানি করা হবে না।

জনাতঙ্ক কাটাতে মঙ্গলবার সকাল থেকে পুর্বকোমরনই এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাইকিং ও গণসংযোগ করা হয়েছে। সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। বলা হচ্ছে হামলা-সহিংসতার সঙ্গে জড়িত নেই এমন মানুষের ভয়ের কোনও কারণ নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদেরকেই গ্রেফতার হবে। নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না।

সংবাদ সারাদিন