গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের সামনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডলের সঞ্চালনায় জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, সদরের উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা আ’লীগের নেতা এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হাক্কানী, বাবু শেখর মজুমদার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, জয়পুরহাটের কালাইয়ে ভয়াল ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান এর সঞ্চালনায় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, ইউপি চেয়ারম্যান আলি আকবর মন্ডল, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম।

সংবাদ সারাদিন