গ্রামবাসীর হামলায় এসিল্যান্ড, পুলিশসহ ২০জন আহত

সুনামগঞ্জে আদারবাজারে মুজিব বর্ষের ঘর নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায় সদর উপজেলার এসিল্যান্ড আরিফ আদনান, পুলিশ, আনসারসহ ২০ জন আহত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে আদারবাজারে মুজিব বর্ষের ঘর নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায়  সদর উপজেলার এসিল্যান্ড আরিফ আদনান, পুলিশ, আনসারসহ ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়েনের  আদারবাজার হরিনাপাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষের ঘর নির্মাণের জন্য আদার বাজারে  মাটি ফেলা ও গৃহনির্মাণের কাজ চলছিলো। এতে বাঁধ সাধে হরিণাপাটি ও আদারবাজার গ্রামবাসীর। প্রশাসনের উপস্থিতিতে গৃহ নির্মাণের কাজ শুরু হলে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সদরের এসিল্যান্ড আরিফ আদনান সহ পুলিশ ও আনসার বাহিনীর লোকজনের উপর হামলা করে। এসময় গ্রামবাসীর ছুড়া ইটপাটকেলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আরিফ আদনানসহ ৮ জন পুলিশ, আনসারসহ ২০ জন আহত হন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান বলেন, গ্রামের কিছু সংখ্যক লোক সরকারি জায়গায় মুজিব বর্ষের ঘর নির্মাণের জন্য শুরু থেকে বিরোধিতা করে  আসছিলেন। প্রশাসনের উপস্থিতিতে ঘর নির্মাণের কাজ শুরু হলে গ্রামের লোকজন প্রথমে বাধা দেয় ও পরে দেশীয় অস্ত্র এব্ং ইটপাটকেল নিক্ষেপ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়স্ত্রণ করতে পুলিশ ফাকা গুলি বর্ষণ করে।

সংবাদ সারাদিন