গৌরনদীর বার্থী তাঁরামায়ের মন্দিরে কালীপূজা শনিবার

প্রায় সাড়ে চারশো বছরের পুরনো বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরামায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা শনিবার। মা কালীকে বরণ করতে ধামাকা সাজে সেজেছে গোটা মন্দির। ভক্তরাও অনেকেই এসে পৌঁছেছেন। অনেকেই আসছেন।

|| সারাবেলা প্রতিনিধি, গৌরনদী ||

প্রায় সাড়ে চারশো বছরের পুরনো বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরামায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা শনিবার। মা কালীকে বরণ করতে ধামাকা সাজে সেজেছে গোটা মন্দির। ভক্তরাও অনেকেই এসে পৌঁছেছেন। অনেকেই আসছেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক (ট্রাস্টি) প্রণব কুমার বাবু দত্ত জানান, বার্থী তাঁরামায়ের মন্দিরটি গৌরনদী বার্থী এলাকার অনেক পুরনো ঐতিহ্য। এই তাঁরামায়ের নামে এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়, তাঁরাকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তাঁরাকুপি গ্রাম।

বাংলা ১১১ সালে বরিশালের বিখ্যাত জমিদার রাম লাল ভট্ট্যাচার্য তাঁরামায়ের মন্দিরের পাকা ভবন নির্মান করে দেন। পরে বরিশালের অন্যতম দানশীল ব্যক্তিত্ত্ব কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বিশিষ্ট শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র অর্থ সহায়তায় তাঁরামায়ের মন্দিরটি সুরম্য অট্রালিকায় দৃষ্টিনন্দন মন্দিরে রুপ লাভ করে।

ভারতসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলার ভক্তদের সহায়তায় পরিচালিত হয়ে আসছে মন্দিরের সার্বিক কার্যক্রম।

পুজা উদ্যাপন কমিটির সহ-সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, মানবজীবনের মোহময়তা আর অন্ধকার দুর করতে জীবনে দুঃখ মোচন ও শান্তি অর্জনের এবং জগতের মঙ্গলার্থে বাংলা ২১শে ফাল্গুন ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে তাঁরামায়ের মন্দিরের বাৎসরিক পূজা হয়ে আসছে।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে কালীপূজা শুরু হবে। মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র পূজা অর্চনা করবেন। পূজার দিনে সকালে চন্ডিপাঠ ও শিতলা পূজা, দুপুরে বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযোগিতা, রাতে প্রসাদ বিতরণ ও শিবভোগ, গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হবে।

পূজা উপলক্ষে মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছে। বৃহস্পতিবার থেকে ভারত এবং দেশের খুলনা, ঢাকা, বাগেরহাট, ফরিদপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভক্তরা আসতে শুরু করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পূজার দিন মন্দির এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সারাদিন