গৌরনদীতে রাতের বেলা শ্লীলতাহানীর শিকার হচ্ছেন গৃহবধুরা

গত সোমবার রাত সাড়ে এগারটার দিকে টয়লেট যেতে ঘর থেকে বের হলে তাকে ঝাপটে ধরে একই গ্রামের মফছের শিকদারের ছেলে মিজান শিকদার।

|| সারাবেলা প্রতিনিধি, গৌরনদী ||

রাতের আঁধারে শ্লীলতাহানীর শিকার হচ্ছেন গৃহবধুরা। এসব ঘটছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে। ভুক্তভোগি এক গৃহবধু জানান, গত সোমবার রাত সাড়ে এগারটার দিকে টয়লেট যেতে ঘর থেকে বের হলে তাকে ঝাপটে ধরে একই গ্রামের মফছের শিকদারের ছেলে মিজান শিকদার। এ গৃহবধুর চিৎকারে দ্রুত পালিয়ে যায় মিজান।

একই গ্রামের আরেক গৃহবধুও মিজান শিকদারের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। এছাড়াও মিজান শিকদারের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানিরও অভিযোগ রয়েছে। মিজান শিকদার অবশ্য তার বিরুদ্ধে এসব অভিযোগের সবটাই অস্বীকার করেছেন।  

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান জানান, এবিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সারাদিন