গৌরনদীতে বখাটে থেকে প্রেমিকাকে বাঁচাতে গিয়ে প্রেমিক জখম

বখাটে রফিক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে  আনোয়ার হোসেনের বাসার দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ধারালো দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় রাসিক তাকে বাঁচাতে এলে রাফিক ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে রাসিককে।

|| সারাবেলা প্রতিনিধি, গৌরনদী, (বরিশাল) ||

সহপাঠী প্রেমিকাকে নিয়ে বেড়াতে যাওয়ায় বরিশালের গৌরনদীতে প্রেমিক স্কুলছাত্র রাসিক হাওলাদারকে  কুপিয়ে জখম করেছে বখাটে যুবক রফিক। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদীর  আনোয়ার হোসেনের বাসায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসিককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসিক উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও কমলাপুর গ্রামের ওমান প্রবাসী নজরুল হাওলাদারের ছেলে।

হামলার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার রাতে রাসিকের মামা আকবর হাওলাদার তিনজনের নাম উল্লেখ করে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এজাহারভূক্ত আসামি হামলাকারী রফিকের মা রানু বেগম ও তার মেয়ে জামাতা শাখাওয়াদ হোসেন কামরুলকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে।

আহত রাসিকের স্বজন ও এলাকাবাসী জানায়, স্কুলছাত্র রাসিক হাওলাদার তার সহপাঠী প্রেমিকাকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে সুন্দরদী এলাকায় মামার শ্বশুর (নানা) আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসে।

স্কুল ছাত্রী জানায়, বখাটে রফিক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে  আনোয়ার হোসেনের বাসার দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ধারালো দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় রাসিক তাকে বাঁচাতে এলে রাফিক ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে রাসিককে।

স্থানীয়রা গুরুত্বর অবস্থায় রাসিককে উদ্ধার করে প্রথমে গৌরনদী পরে সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত রাসিক হাওলাদারের মামা আকবর হাওলাদার বাদি হয়ে হামলাকারী রফিক তার মা রানু বেগম ও তার মেয়ে জামাতা শাখাওয়াদ হোসেন কামরুলের নাম উল্লেখসহ আরো ১জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি রানু বেগম ও তার মেয়ে জামাতা শাখাওয়াদ হোসেন কামরুলকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। ম্যাজিস্ট্রেট তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগরে পাঠিয়ে দিয়েছেন।

 

 

সংবাদ সারাদিন