গোবিন্দগঞ্জে পুড়িয়ে দেওয়া হলো দুর্বৃত্ত বালু ব্যবসায়ীদের ড্রেজার

গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর খলসী, কাইয়াগঞ্জ, চক রহিমাপুরসহ ৬টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১০টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দ করা ড্রেজার মেশিন ভেঙ্গে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এমন ৬টি স্থানে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪শে আগস্ট সোমবার দিনভর এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ।

গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর খলসী, কাইয়াগঞ্জ, চক রহিমাপুরসহ ৬টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১০টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দ করা ড্রেজার মেশিন ভেঙ্গে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ বলেন ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের না পাওয়ায় আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। গত ৩ দিনে মোট ২৬টি বালু তোলার ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন