|| সারাবেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম। এরপরেই প্রধামনন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।
এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তিন বাহিনীর পক্ষ থেকেও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
পরে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্ণেল মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দলীয় প্রধান ও দলের পক্ষে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও শাহজাহান খান, যুগ্ম সাধারণ-সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ হেলাল উদ্দিন আহমেদ এমপি, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম ও এস এম কামাল হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শেখ সারহান নাসের তন্ময় এমপিসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
এরপর একে একে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ আশপাশের জেলা থেকে আগত দলীয় ও সাধারণ মানুষ জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, জেলা যুবলীগ সভাপতি জি এম সাহাবুদ্দিন আযম, সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ-সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন” এই প্রতিপাদ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু দিবসের শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও প্লে’তে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানমালা। এ সময় শিশুদের সাথে মত বিনিময়ও করেন প্রধামন্ত্রী।
শিশু-প্রতিনিধি অনুসূয়া এইঞ্জেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।