গোপালগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের একজনের লাশ উদ্ধার

গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার-সার্ভিসের ডুবুরীরা।

|| সারাবেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ||

গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার-সার্ভিসের ডুবুরীরা। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তালা এলাকায় মধুমতি নদীতে বালুভর্তি ট্রলারটি ডুবে যায়।

রোববার সকাল ৯টা থেকে ফায়ার-সার্ভিসের উদ্ধারকাজ শুরু করে দুপুর আড়াইটার দিকে ট্রলারের মধ্য থেকে রিপন চৌকিদার (২২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে। সে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গণির ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিল্লাল হোসেন (২৮) নামে ওই ট্রলারের আরেক শ্রমিক নিখোঁজ রয়েছে। সেও একই গ্রামের আবু মৃধার ছেলে।

খুলনা ফায়ার সার্ভিসের লিডার আবুল বাশার তালুকদার জানিয়েছেন, বালুভর্তি ওই ট্রলারটি ঘটনাস্থলে নোঙ্গর করা ছিল। গভীর রাতে ট্রলারটি ডুবে যায়। এসময়ে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে সকালে ফায়ার-সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজে নামে।

সংবাদ সারাদিন