গোপালগঞ্জে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস

রোববার সকালে প্রভাতফেরি করে সব বয়সের মানুষের ঢল নামে শহীদ মিনারে। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি।

|| সারাবেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ||

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ ও প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রোববার সকালে প্রভাতফেরি করে সব বয়সের মানুষের ঢল নামে শহীদ মিনারে। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি।

দিবসটি পালনে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের পৌরপার্ক চত্ত্বরে শিশুদের জন্য অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সন্ধ্যা সাড়ে ৬ টায় রয়েছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হবে।

জেলার অন্য উপজেলাগুলোতেও একইভাবে দিবসের নানান কর্মসূচি পালিত হয়েছে।

সংবাদ সারাদিন