গাজীপুরে ৬ ইটভাটা গুঁড়িয়ে জরিমানা ৩২ লাখ টাকা

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি,গোয়ালবাথান ও দরবাড়িয়া এলাকায় অবৈধ ছয়টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি,গোয়ালবাথান ও দরবাড়িয়া এলাকায় অবৈধ ছয়টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর, সদর দফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

গুড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো- বড়ইবাড়ি এলাকায় আব্দুল মালেক সরকারের মালিকানাধীন বড়ইবাড়ি ন্যাশনাল ব্রিকস-১ ও বড়ইবাড়ি ন্যাশনাল ব্রিকস-২, গোয়ালবাথানের বুলবুল আহমেদের জে.বি.বি ব্রিকস, দরবাড়িয়ার মেসার্স রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, হাবিবুর রহমানের স্টং ব্রিকস ও লাল মিয়ার মেসার্স ন্যাশনাল ব্রিকস।

এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৬টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং এগুলোর মধ্যে ৫টি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে এবং ১টি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদ সারাদিন