|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
গাজীপুর জেলার শ্রীপুরের মুলাইদ এলাকায় ইয়াবা বিক্রির সময় ১ হাজার ৬শ পিছ ইয়াবাসহ ৪ জন কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার ২১শে মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেনের তত্বাবধানে এ অভিযানে নের্তৃত্বে দেন উপ-পরিদর্শক (এসআই) বিজন বৈদ্য।
এদিকে আটক মাদককারবারীরা হলো- ময়মনসিংহের ভালুকা থানার ডুবালিয়া পাড়া জামিরদীয়া এলাকার আমান উল্লাহর ছেলে কামাল হোসেন (৩৮), ভালুকা থানার বাটাজোড় পশ্চিমপাড়া এলাকার আঃ করিম মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), ফুলবাড়িয়া থানার বাশদ্দী এলাকার রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকার রাশেদুল আলম (৩৬)।
শনিবার ২২শে মে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ (এমসি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রিয় করার সময় ঘটনাস্থল থেকে মাদক কারবারী মো. কামাল হোসেনর কাছ থেকে ১ হাজার ২শ পিছ, ফারুক মিয়ার কাছ থেকে ৩শ পিছ ও তরিকুল ইসলামের কাছ থেকে ১শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। তাদের তিন জনের কাছ থেকে সর্বমোট ১ হাজার ৬শ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দকরা হয়। এছাড়াও মহানগরীর গাছা থানার খাইকুল এলাকার আলম নামের আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলা নাম্বার- ২৫(৫)২১। মামলার তদন্ত ভার অর্পিত হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপর।
এছাড়াও মাদক কারবারীদের গ্রেফতার এবং মাদকের পরবর্তী গন্তব্যস্থলের তথ্য জানতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।