গাজীপুরে পরিবেশ দূষণে ৩ লাখ টাকা জরিমানা দুই কারখানামালিকের

দুটি কারখানাকে  তিন (৩) লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

গাজীপুর জেলার সদর উপজেলার মিরের বাজার ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পরিবেশ দূষণ করায় দুটি কারখানাকে  তিন (৩) লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৮শে জানুয়ারি জেলা প্রশাসন গাজীপুর ও পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন নাহার রিতা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় গাজীপুর জেলার সদর উপজেলার মিরের বাজার ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পরিবেশ দূষণ বিরোধী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এদিকে পরিবেশ দূষণের অপরাধে পুবাইলের মিরের বাজার এলাকার থ্রি আর অক্সাইড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ১ লাখ টাকা ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শাহ লোহা আলী বোর্ড মিলসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার জনাব মো. আশরাফ উদ্দিন ও গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয় জানায়, তাদের এমন অভিযান চলবে।

 

সংবাদ সারাদিন