|| সারাবেলা প্রতিনিধি ,গাজীপুর ||
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় গাজীপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ১৩৮ জন। শিল্প অধ্যুষিত জেলা গাজীপুরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।
শনিবার ১৭ জুলাই দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, মানুষের মাঝে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি ও লকডাউনে অসচেতনতার কারণে প্রতিদিন গাজীপুরে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪৪৯ জনের সংগৃহিত নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯১ জন,কালীগঞ্জ উপজেলায় ১৭ জন,কালিয়াকৈর উপজেলায় ৮ জন, কাপাসিয়া উপজেলায় ২২ জন।
এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৪১ জন, কালিয়াকৈর উপজেলায় ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়া উপজেলায় ১ হাজার ৫৬ জন ও শ্রীপুরে ১ হাজার ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত গাজীপুরে নতুন ১০ জনের মৃত্যুসহ মোট ২৯২ জনের মৃত্যু হয়েছে এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭২ জন।