গাজীপুরে উদ্ধার হলো বস্তাভর্তি মানব কঙ্কাল

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ২৮শে জুন সকালে পড়ে থাকা বস্তা খুলে মানব শরীরের এসব কঙ্কালগুলো দেখতে পায় লোকজন। এদিকে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চন্নাপাড়া এলাকার একটি পারিবারিক কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। আর সেখান থেকে একটি সংঘবদ্ধ কঙ্কাল চোরদল এগুলো চুরি করে নিতে না পেরে ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশের আরেকটি কবরস্থানে এগুলো বস্তাভর্তি অবস্থায় ফেলে রেখে চলে যায়। সোমবার সকালে স্থানীয়রা মাদ্রাসার পাশের গোরস্থানে একটি মুখ আটকানো বস্তা দেখতে পায় এবং সেটি খুলে ভেতরে মানুষের কঙ্কাল দেখতে পায় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, যে কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে সেখানে আব্দুল গফুর খাঁ, ছিরফত খাঁ, মেহেরুন নেসা, হাসেম খাঁ, রমু খাঁ ও জয়নব বিবির কবর রয়েছে। এদিকে বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের কবরস্থানগুলোতেও খোঁজ নেওয়া হয়। পরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক কবরস্থানে পাঁচটি (৫) কবর খোঁড়া দেখতে পান স্থানীয়রা।

এ বিষয়ে ওসি খন্দকার ইমাম হোসেন আরো জানান, বিষয়টি ভালোভাবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সারাদিন