গাইবান্ধা জেলা অবরুদ্ধ

||অনলাইন প্রতিনিধি, গাইবান্ধা||
করোনাভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে গাইবান্ধা জেলা অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এখন থেকে পরবর্তি নিদের্শ না দেওয়া পর্যন্ত বাইরের কোন লোক স্থল ও নৌপথে এই জেলায় ঢুকতে ও এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না। জেলার ভেতরেও তথা এক উপজেলা থেকে অন্য উপজেলার ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
সবধরণের গণপরিবহন আগের মতই বন্ধ থাকবে। তবে চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, জ্বালানি এবং সংবাদপত্র পরিবহনের মত জরুরি পরিসেবা এই নির্দেশনার বাইরে থাকবে।
সকালে জেলা সিভিল সার্জনের সুপারিশে এবং ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, গাইবান্ধা’ এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত অমান্য করলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন