সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটায় উপজেলায় জামিরুল ইসলাম (৩৫) ও রুমী বেগম (৩০) নামে এক দ¤পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামের নিজ ঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে জামিরুল ইসলাম ও তার স্ত্রী রুমী বেগম একই ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে তারা জেগে না উঠায় ও অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে একই ঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় জামিরুল ও রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।